হালিশহরে নির্মাণসামগ্রী চুরি করে জেলে গেল যুবক

নগরে নির্মাণসামগ্রী চুরির অভিযোগে মো. আমির হোসেন প্রকাশ জীবন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপরে হালিশহর থানার বৌ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১২ জানুয়ারি রামপুরা খালপাড় এলাকায় সেনাবাহিনীর নির্মাণকাজে ব্যবহৃত ১টি লোহার সাটার চুরি হয়। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মাদকের রঙিন নেশায় মত্ত ৩ যুবককে যেতে হলো জেলে

গ্রেপ্তার মো. আমির হোসেন মধ্যম রামপুর এলাকার ধোপাপাড়া ফজল মেম্বারের বাড়ির আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আমির হোসেন ১৭ মামলার আসামি। চুরি, ডাকাতি, দস্যুতা ও অস্ত্রবাজি ছিল তার কাজ।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতি, দস্যুতা, মাদক, চুরি ও অস্ত্রসহ একাধিক মামলা থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিল আমির। গত ১২ জানুয়ারি হালিশহর থানার বসুন্ধরা আবাসিকের রামপুরা খালপাড় এলাকায় সেনাবাহিনীর নির্মাণ কাজে ব্যবহৃত ১টি লোহার সাটার চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!