চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৫ পরিবারকে নগদ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঘরে বসেই পাওয়া যাবে ভূমি সেবা : জেলা প্রশাসক মমিনুর রহমান

জেলা প্রশাসক বলেন, লোকালয়ের আশপাশে গড়ে উঠা ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠান পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। মানুষের জীবনঝুঁকির পাশপাশি পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৫ পরিবারকে নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!