ঘরে বসেই পাওয়া যাবে ভূমি সেবা : জেলা প্রশাসক মমিনুর রহমান

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ভূমি সেবার জন্য এখন আর অফিসে আসতে হবে না। ঘরে বসেই পাওয়া যাবে সব ভূমি সেবা। হাতের মুঠোয় থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই- নামজারিসহ সব সেবা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।

রোববার (২২ মে) সকালে নগরের চট্টেশ্বরীতে বাকলিয়া সার্কেল ও সদর সার্কেল ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘দেশে সবচেয়ে বেশি দাঙ্গা—হাঙ্গামা হয় ভূমি বিরোধে’

জেলা প্রশাসক বলেন, দালালের কাছে প্রতারিত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট এসি ল্যান্ডের সঙ্গে আপনার ভূমির সমস্যার বিষয়ে কথা বলবেন।

পরে তিনি বাকলিয়া সার্কেল ও সদর সার্কেল ভূমি অফিসের সেবা প্রার্থীদের হাতে নামজারি খতিয়ান তুলে দেন এবং এলএ মামলার চেক হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, আরডিসি সুজন চন্দ্র রায়, এলএও এহসান মুরাদ, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান এবং সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!