‘চোর’ ডাকায় শিশুকে জবাই করে খুন করেছিল প্রতিবেশী নারী

নগরের বায়েজিদে ১২ বছরের শিশুকে খুনের দায়ে রনি আক্তার (২৯) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ‍দিয়েছেন আদালত।

সোমবার (১০ এপ্রিল) দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হলিম উল্ল্যাহ চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রনি আক্তার ফটিকছড়ি এলাকার আহমদ সফার মেয়ে। তিনি নগরের বায়েজিদ থানার বাংলা বাজার দিদার কলোনি এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: চট্টগ্রামে শিশু আয়নী হত্যায় ক্ষোভ, খুনি রুবেলের ফাঁসি দাবি

ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অশোক কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিম নামে ১২ বছরের এক শিশুকে জবাই করে হত্যার অপরাধে রনি আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি রনি আক্তার আজিম নামে প্রতিবেশী এক শিশুকে নগরের বায়েজিদ থানার বাংলা বাজার দিদার কলোনি এলাকায় জবাই করে হত্যা করেন। এর আগে মোবাইল চুরির ঘটনায় ধরা পড়েন রনি আক্তার। সেই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় আজিম ও তার বন্ধুরা রনিকে চোর চোর বলে ডাকত। এতে রনির মনে ক্ষোভ সৃষ্টি হয়। পরে আজিমকে জবাই করে হত্যা করেন রনি।

এ ঘটনার পর আজিমের বাবা মো. আজাদ বাদি হয়ে নগরের বায়েজিদ থানায় হত্যা মামলা করেন। মামলায় একই বছরের ৪ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারিক কার্যক্রম শুরুর পর আদালতে ১২ জন সাক্ষ্য দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!