ভারত থেকে আতশবাজি এনে কয়লারমুখ চেকপোস্টে ধরা খেল ২ যুবক

মিরসরাইয়ে ৭০৬ পিস ভারতীয় আতশবাজিসহ দুজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগড়াছড়ি জেলার পানিছড়ির এলাকার নিকুঞ্জ দাসের ছেলে রাজীব দাশ (৪০) ও মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাঁশখালী এলাকার কানু চন্দ্র দাসের ছেলে টিপন চন্দ্র দাস (২৫)।

আরও পড়ুন : কোটি টাকার সোনা নিয়ে ধরা পড়া চীনা নাগরিকের ৭ বছরের জেল

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সাইদ বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ৭০৬ পিস ভারতীয় আতশবাজিসহ দুজনকে আটক করে রোববার রাতে থানায় হস্তান্তর করেছে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি। এ ঘটনায় বিজিবির হাবিলদার আবু খালেদ শেখ বাদী হয়ে মামলা করেছেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ভারতীয় আতশবাজির মূল্য বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৫০০ টাকা। আটকদের আজ (সোমবার) সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত পথে আসা মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!