চুরি করা অটোরিকশা-মোটরসাইকেল নিয়ে ধরা খেল ২ চোর

রাউজানে `চোরাই’ অটোরিকশা ও মোটরসাইকেলসহ চোরচক্রের দুসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে রোববার (৫ ফেব্রুযারি) রাত পৌনে ৯টার দিকে সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হালিশহরে নির্মাণসামগ্রী চুরি করে জেলে গেল যুবক

গ্রেপ্তাররা হলেন- ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেলাঙ্গারা গ্রামের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাউজান থানায় মাদক ও চুরির একধিক মামলা রয়েছে। অটোরিকশা ও মোটরসাইকেল চুরির ঘটনার তাদের বিরুদ্ধে নতুন মামলা রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, চোরাই অটোরিকশা ও মোটরসাইকেলসহ চোরচক্রের দুসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!