চান্দগাঁওয়ে মায়ের সঙ্গে বাগানে পানি দিতে গিয়ে চিরতরে চলে গেল মেয়ে

নগরের চান্দগাঁওয়ে একটি ভবনের ছাদ থেকে পড়ে ফাতেমা আক্তার (২২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নিউ চান্দগাঁও আবাসিক এলাকার হারবারেস নীড় বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিক এলাকার মৃত হাজী আবুল খায়েরের মেয়ে। তিনি চট্টগ্রাম ড্যাফোডিল আইটি ইনিস্টিউটের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ঝুপড়ি ঘর ছেড়ে বৃদ্ধা মনোয়ারা বেগম এখন নতুন ঘরে, সঙ্গে প্রতিবন্ধী মেয়েও

নিহতের ভাই মো.হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (সোমবার) বিকালে মায়ের সঙ্গে বোন ছাদ বাগানে পানি দিতে যায়। এসময় অসাবধানতাবশত পা পিছলে ষষ্ঠতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ফাতেমা আক্তার নামে এক কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!