কক্সবাজারে মা-মেয়ে খুন : জেলে পাঠানো হলো শহীদুলকে

কক্সবাজারের ঈদগাঁওয়ে মা ও দুই মেয়ে খুনের মামলায় প্রধান আসামি শহিদুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৮ মে) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি আদালতে জামিন আবেদন করেন।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে যাবজ্জীবন জেলে থাকতে হবে স্বামীকে

বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. আমির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২২ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হক তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে শহিদুল হক স্ত্রী জিসান আক্তারকে খুন করে ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন। এ ঘটনা দেখে ফেলায় দুই মেয়েকেও খুন করে পালিয়ে যান শহীদুল।

পরে এ ঘটনায় নিহত জিসান আকতারের মা মোহছেনা আকতার বাদী হয়ে শহিদুল হককে প্রধান আমামি করে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে হিন্দু যুবকদের গরুর মাংস খাইয়ে জেলে যেতে হলো ওদের

বাদীপক্ষের আইনজীবি মো. আমির হোসেন জানান, ঘটনার পর থেকে পলাতক ছিলেন প্রধান আসামি শহিদুলসহ অন্য আসামিরা। গত ১১ এপ্রিল হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক মোহাম্মদ সেলিমের বেঞ্চে জামিন আবেদন করলে শহীদুল হকের চার সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসর্পণের আদেশ দেন।

তিনি আরও জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী কক্সবাজার জজকোর্টে জামিনের আবেদন করলে শহীদুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!