চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জুন) সকালে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

জানা যায়, চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার জন্য ইউজিসি থেকে চিঠি পাঠানো হয়। একইসঙ্গে চিঠিতে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিষয়েও বলা হয়। কিন্তু গত ২১ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় দ্বিতীয়বার পরীক্ষায় সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: চবির আবাসিক হলে অস্ত্র—পেট্রোল বোমা, পরিস্থিতি থমথমে

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি— সবখানেই আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে আমাদের শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়েছে। বাধ্য হয়ে আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. শিরীণ আকতার বলেন, এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এখন কোনো মন্তব্য করা যাচ্ছে না। সামনে আমাদের সভা আছে সেখানে এ বিষয়ে আলোচনা করা হবে।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!