চট্টগ্রামে বাসার ভেতর জুয়ার আসর, পুলিশের জালে ১০ যুবক

বাসায় বসে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নগরের বন্দর থানা এলাকার মধ্যম গোসাইলডাঙ্গা নবী কলোনি এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ফলমণ্ডির ইঞ্জিনিয়ার কলোনিতে জুয়াড় আসর বসিয়েছিল ৯ যুবক

আটকরা হলেন- মো. নাসির উদ্দিন (৩৫), মো. সেলিম (৩৫), মো. ইউসুফ (২৮), মো. বাবু (৩০), মো. জসিম উদ্দিন (৩৫), মো. ফরহাদ (২৭), মো. কবির (২৮), মো. আজিজ (২৭), সৌরভ (২৪) ও মো. মাহফুজ (৩১)।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে মধ্যম গোসাইলডাঙ্গা নবী কলোনির একটি ভবনের পঞ্চম তলার একটি বাসায় জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!