চট্টগ্রাম বন্দরের ১২৬ কোটি টাকার চুক্তি মঙ্গলবার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বন্দরের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের দুই আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের চুড়ান্ত চুক্তি হচ্ছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল হলে এ চুক্তি স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি বে টার্মিনাল প্রকল্পে বন্দরের অর্থায়নে নির্মিত একটি টার্মিনালের ডিটেইল ড্রয়িং ডিজাইন, টেন্ডার ডকুমেন্ট তৈরি এবং কনস্ট্রাকশন কাজের তত্ত্বাবধান করবে।

আরও পড়ুন: প্রতীক্ষা শেষে শুরু চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন

প্রতিষ্ঠান দুটি প্রথম ধাপে ৬ মাসে ডিটেইল ড্রয়িং ডিজাইন করবে। পরবর্তী আড়াই বছরে কনস্ট্রাকশন কাজের তত্ত্বাবধান করবে। এসব কাজের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৯৮৬ টাকা।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!