চাল কিনতে দোকানে গিয়ে চট্টগ্রামে ২ সন্তানকেই হারালেন মা!

আনোয়ারায় পুকুরে ডুবে তুষার মজুমদার (৮) ও তনুশ্রী মজুমদার (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতেরা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ির অটোরিকশা চালক শ্যামল মজুমদারের সন্তান। তারা সদর উপজেলায় নারায়ণ দত্তের বাড়িতে ভাড়া বাসায় ছিল। তুষার-তনুশ্রী আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও শিশু শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: সন্তান হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলেন বাবা-মা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দুজন পুকুরে গোসল করতে যায়। এসময় চাল কিনতে তাদের মা শ্রাবণী মজুমদার দোকানে যান। দোকান থেকে আসার পর তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে সন্তানদের ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজুয়ানা আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!