সন্তান হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলেন বাবা-মা

হাটহাজারীর ডিশ অপারেটর আবু দাশ প্রিন্স হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন মা-বাবা ও বন্ধুরা।

রোববার (৩১ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৪ বার পেছাল ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠন

আবু দাশের পিতা সুনিল দাশ বলেন, আবু ডিশ লাইনের অপারেটর হিসেবে কাজ করত। সেজন্য হাটহাজারীতে বাসা নিয়ে সে থাকত। পরিবারের সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হত। কিন্তু গত ২ জুন তার আকস্মিক মৃত্যুর খবরে আমরা আতঙ্কিত, বাকরুদ্ধ।

পুলিশ বলছে, জরুরি কল সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে প্রিন্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু ছবি দেখে বুঝা যায় এটি আত্মহত্যা নয়, প্রিন্সকে পরিকল্পিতভাবে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে হত্যার দুই মাস পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসুক তারপর ব্যবস্থা নিবে। কিন্তু এর মধ্য খুনের আলামত ও হত্যাকারীরা পালিয়ে যেতে পারে।

ছেলে হত্যার সুবিচার না পাওয়ার আশঙ্কা করেছেন নিহতের পিতা। অবিলম্বে ছেলে হত্যার বিচারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের মা-বাবা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আবু দাশের মা শিউলি দাশ, ভাই জনি দাশ, বন্ধু তপু গুপ্ত, রুবেল গুপ্ত, রুপন দাশ, রুবেল সাহা, উৎপল গুপ্তসহ অন্যরা।

এসআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!