চট্টগ্রামে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল পুলিশ

নগরের বিআরটিসি ফলমন্ডি এলাকায় খুঁজে পাওয়া মো. ওমর ফারুক (১১) নামে এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ৷

রোববার (৫ ফেব্রুয়ারি) তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় মো. সালমান ভূঁইয়া নামে এক ব্যক্তি ওই শিশুকে কান্না করতে দেখে কোতোয়ালী থানায় নিয়ে আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে শিশুর আসল অভিভাবকের ঠিকানা খুঁজে বের করে কোতোয়ালী থানা পুলিশ।

আরও পড়ুন : মা চাকরিতে গেলে ২ বছরের শিশুকে আগুনের ছ্যাঁকা দিত বাবা, ধাক্কা মেরে খুন

জানা যায়, ওমর ফারুক ঢাকার আবদুল্লাপুর এলাকার ছোবাহান খানের ছেলে। সে পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর সোনালী আবাসিক এলাকায় থাকে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটিকে ফলমন্ডি এলাকায় কান্না করতে দেখে এক ব্যক্তি থানায় নিয়ে আসে। এরপর ওই শিশুর পরিবারের সন্ধান বের করে আজ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!