চট্টগ্রামে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি, যেদিন যে পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত চার পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৭ আগস্টের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ৩ অক্টোবর, ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৫ অক্টোবর হবে। তবে অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে পেছাল এইচএসসি পরীক্ষা

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৭৫ নম্বরে।

চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ জন। এবার কলেজের সংখ্যা ২৭৯টি। গেল বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৮ হাজার ৫৭৯ জন। কলেজ বেড়েছে ১২টি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!