চট্টগ্রামে সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধ

ডাক্তার-নার্স সংকট, ল্যাবে প্রয়োজনীয় জনবল না থাকা এবং পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্যবিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ না থাকাসহ নানা অনিয়মের কারণে বন্ধ করা হয়েছে সেন্ট্রাল সিটি হাসপাতাল।

সোমবার (৪ মার্চ) সকালে নগরের প্রবর্তক মোড় এলাকার এ হাসপাতালে অভিযান চালান চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।এসময় তিনি হাসপাতালে বিভিন্ন অনিয়ম দেখতে পান।

এদিকে একই অভিযানে প্যাথলজিতে একজন টেকনেশিয়ান দ্বারা রোগীর ব্লাড কালেকশন করায় সতর্ক করা হয়েছে সিএসসিআর হাসপাতালকে।

এ বিষয়ে সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতালে যতজন ডাক্তার ও নার্স থাকার কথা সেই অনুযায়ী উপস্থিতি দেখতে পাইনি। তাদের ল্যাবেও জনবল সংকট রয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্যবিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ না থাকার কারণে পরবর্তী নির্দেশা না দেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সিএসসিআর হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

 আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!