চট্টগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ

চট্টগ্রাম মহানগরের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৭ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরের সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, নগরে ১১৩টি প্রাথমিক ও ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। এসব বিদ্যালয়ে ক্লাস করার পরিবেশ নেই। এছাড়া মহানগরসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পানি ঢুকে পড়ার ক্লাস করার পরিবেশ নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও দুদিন। আজ দুপুর ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!