চট্টগ্রামে শাটল ট্রেনের নিচে শিশু

চট্টগ্রামগামী শাটল ট্রেনে কাটা পড়ে ১২ বছরের অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল)  সন্ধ্যায় ৬টার দিকে বিবিরহাট পিলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : রাউজানে প্রবাসীর ঘরে গৃহবধূর লাশ, ভাই বলছে ‘খুন’

ষোলশহর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরের উদ্দেশ্যে ছেড়ে আসে শাটল ট্রেনটি। নগরের ষোলশহর স্টেশনে প্রবেশের আগে বিবিরহাট পিলখানা এলাকায় অজ্ঞাত শিশুটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

প্রত্যক্ষদর্শী শেখ ফরিদ বলেন, পিলখানা এলাকায় একটি শিশু শাটল ট্রেনে কাটা পড়ে মারা গেছে। শিশুটি মনে হচ্ছে পথশিশু। তার পরিচয় পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, নগরের পিলখানা এলাকায় শাটল ট্রেনে কাটা পড়ে ১২ বছরের এক অজ্ঞাত শিশু মারা গেছে।  ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!