১২ দফা দাবিতে চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ

নগরে ১২ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিআরবি চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সমাবেশে ৯ দাবি

মো. হাবিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাস্টার কর্মচারী ইউনিয়ন সভাপতি মোখলেসুর রহমান, কেন্দ্রীয় সভাপতি আব্দুস সবুর, মো. নেজাম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল, ঘাতক দালাল নির্মূল কমিটি মহানগরের যুগ্ম আহ্বায়ক ভাস্কর চৌধুরী, কোষাধ্যক্ষ জাকারিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল আহমেদ, দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীর ও আব্দুল করিম ।

সভায় পদোন্নতি ও শূন্য পদ পূরণ, রেলওয়ে কলোনির বাসা-বাড়ির সংস্কার, সুপেয় পানি সরবরাহ ও বিজয় ট্রেনের অন বোর্ড সার্ভিস বাতিলের জোর দাবি জানান বক্তারা।

শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!