রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সমাবেশে ৯ দাবি

রেলওয়ের স্টেশন মাস্টারদের বেতন বৈষম্য নিয়ে আদালতের রায় বাস্তবায়ন, দ্রুত পদোন্নতি, নিয়োগ বিধি-২০ সংশোধনসহ ৯ দফা দাবিতে সমাবেশ হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন বুধবার (২৮ ডিসেম্বর) পাহাড়লীতে এ সমাবেশ করে

বিভাগীয় সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. নেজাম উদ্দিন, ফরহাদ বিন জাফর চৌধুরী, এসএম মাহমুদ হাসান, সাইফুল ইসলাম মিঠু, শেখ আহমদ, গোলাম রাব্বানী, আবুল কালাম ও আবদুর রহিম।

সভায় বক্তারা বলেন, ১৯৭৭ সাল থেকে স্টেশন মাস্টাররা বেতন বৈষম্য ও নিষ্ঠুরতার শিকার। আমরা দীর্ঘদিন ধরে এ বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে ২০০৫ সালে হাইকোর্টে রিট করা হয়। ২০১৭ সালে মাস্টারদের অনুকুলে রায় এলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা এখনো বাস্তবায়ন করেনি ।

এছাড়া কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা চক্র রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে রেলওয়ের কার্যক্রমকে বাধাগ্রসদস্ত করছেন। এসব দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভা শেষে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. তারেক ইমরানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!