চট্টগ্রামে করোনা : শনাক্ত বাড়লেও ‘শঙ্কা’ নেই

চট্টগ্রামে করোনায় গত দুদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। তবে এ নিয়ে শঙ্কার কিছু নেই— বলছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় নগরে ৩৯ জন এবং উপজেলায় ৮ জনসহ একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ৪৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলেই ধরে নেওয়া হয়।

এদিকে মৃত্যুতে সুখবর বজায় আছে। টানা ১৩ দিন চট্টগ্রামে মারা যায়নি কোনো করোরা রোগী।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : ১২ দিনেও নেই কোনো আহাজারি

চট্টগ্রামে করোনায় সর্বশেষ মৃত্যু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। এদিন উপজেলায় ২ জনের মৃত্য হয়েছিল। এর আগে গত ৮ ফেব্রুয়ারি উপজেলায় ১ জনের মৃত্যু হয়।

এদিন ৩ ল্যাবে ৪১৫ নমুনায় পরীক্ষায় শনাক্ত ছিল শূন্য। এছাড়া ১০ উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

শুক্রবার ১ হাজার ৫৮৬টি নমুনায় শনাক্ত হয়েছিল ২৯ জন। তবে এদিন করোনা আক্রান্ত কেউ মারা যাননি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮২ শতাংশ।

আগের দিন শনিবার ১ হাজার ৫৫৯ নমুনায় শনাক্ত হয়েছিল ১৪ জন। এর মধ্যে নগরে আক্রান্ত ছিল ১২ জন, উপজেলায় ২ জন। শনাক্তের হার ছিল ০ দশমিক ৮৯ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় দারুণ খবর

মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ ল্যাবে ১ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

বিআইটিআইডিতে ২৩৬ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৯৬ নমুনায় ২ জন, শেভরনে ২৭৯ নমুনায় ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮০ নমুনায় ১ জন, আরটিআরএলে ৬ নমুনায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ১৪৮ নমুনায় ৩ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৭৪ নমুনায় ১ জন এবং এভারকেয়ার হসপিটালে ৫৬ নমুনায় ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড় ৯৭ এন্টিজেন টেস্টে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২১০ নমুনা, ইম্পেরিয়াল হাসপাতালে ১৭১ এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৯৫ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল, ল্যাবএইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন করোনার নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলার মধ্যে সাতকানিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, ফটিকছড়ি ২ জন ও মিরসরাইয়ে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

পটিয়া, লোহাগাড়া, আনোয়ারা, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী, রাউজান, হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় এদিন কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৯১ হাজার ৯৬২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৪৮৫ জনসহ চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ২৬ হাজার ৪৪৭ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৬০। যার ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন উপজেলার বাসিন্দা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!