চট্টগ্রামে করোনা বাড়েনি, শঙ্কাও

চট্টগ্রামে করোনা বাড়েনি। তাই বাড়েনি শঙ্কাও। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে মাত্র একজনের। আক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা। তবে বরাবরের মতো এদিনও ছিল না কোনো মৃত্যু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩২২ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। তবে কোথাও নেই কোনো আহাজারি। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (৩০ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

আর পড়ুন: করোনামুক্ত—প্রতীক্ষায় চট্টগ্রাম, ৪ মাস পার হলেই বুস্টার ডোজ

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন। এর মধ্যে ৯২ হাজার ৯০ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৬ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!