করোনামুক্ত—প্রতীক্ষায় চট্টগ্রাম, ৪ মাস পার হলেই বুস্টার ডোজ

চট্টগ্রামে করোনায় বইছে সুবাতাস। এখন শুধু প্রতীক্ষা চট্টগ্রামকে একেবারে করোনামুক্ত করার।

এদিকে নগরে নিয়মিত চলছে করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম। এখন থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পার হলেই মিলবে বুস্টার ডোজ— জানিয়েছেন খোদ সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭১৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে মাত্র দুজনের। এ সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যুও হয়নি।

আরও পড়ুন: করোনা—‘ইমিউনিটি বুস্টার’ আবিষ্কারের দাবি বাংলাদেশি গবেষকের 

বুধবার (১৬ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ দিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১৪ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত দুজনের একজন নগরের এবং অন্যজন হাটহাজারীর বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬০০ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!