চট্টগ্রামে করোনা : গ্রামের অর্ধেক করোনা রোগী ২ উপজেলার

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন। এর মধ্যে ৩৬ জন নগরের এবং ১৬ বিভিন্ন উপজেলার, অর্থাৎ গ্রামের। গত ২৪ ঘণ্টায় গ্রামে আক্রান্তের অর্ধেকই দুটি উপজেলার।

এর মধ্যে মিরসরাইয়ে আক্রান্ত হয়েছেন ৫ জন এবং হাটহাজারীতে ৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আবার সুখবর

এতে বলা হয়, বৃহস্পতিবার এন্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৫ ল্যাবে ২ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২.৪২ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৩১১ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৬০ জন, উপজেলার বাসিন্দা ৩৪ হাজার ৪৫১ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হজার ৩৬২ জন। এর মধ্যে মহানগর এলাকার ৭৩৪ জন, উপজেলার বাসিন্দা ৬২৮ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!