চট্টগ্রামে করোনায় আবার সুখবর

চট্টগ্রামে করোনায় আবার এসেছে সুখবর। কমেছে শনাক্তের সংখ্যা। একইসঙ্গে কমেছে শনাক্তে হারও। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় আক্রান্ত হয়েছেন ১২ জন এবং উপজেলায় ২৩ জন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪ ল্যাবে ২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। এদিন করোনায় কেউ মারা যাননি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় ১ জন, বিআইটিআইডি ল্যাবে ২৫৭ নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯২ নমুনা পরীক্ষায় ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯ নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

আরও পড়ুন: বিধিনিষেধ তুলে নিতেই চট্টগ্রামে বাড়ল করোনা আক্রান্ত

এছাড়া এন্টিজেন টেস্টে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ২২৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ৪৫১ নমুনা পরীক্ষায় ৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০১ নমুনা পরীক্ষায় ৩ জন, আরটিআরএল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

অপরদিকে মেডিকেল সেন্টার ল্যাবে ৩১৬ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ২০০ জনের নমুনা পরীক্ষায় ১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৮৩ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮৬ জনের এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৫৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৮২৪ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৪৩৫ জন। এছাড়া মোট মৃত্য ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!