চট্টগ্রামে পরীক্ষা দিতে যাচ্ছিল কলেজছাত্রী, নালায় পড়ে মুহূর্তেই লাশ

হাটহাজারীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় পাশে নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দীরহাট বাজারের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী

নিহতের ঠাকুরদা বাদল পালিত বলেন, নিপা যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসা থেকে বের হয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে হঠাৎ নালায় পড়ে যায়। নালার গভীরতা বেশি থাকায় সে আর উঠতে পারেনি।

হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব বলেন, আজ আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষা ছিল। নিপা পরীক্ষা দিতে আসার সময় নালায় পড়ে মারা যাওয়ার খবরে আমরা তার বাড়িতে যাই।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু মনিরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় নালায় পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছি, তিনি মৃগী রোগী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!