চট্টগ্রামে উধাও হয়ে যাওয়া জার্মান প্রবাসীর ল্যাপটপ খুঁজে দিল পুলিশ

নগরে আমার গাড়ি নিরাপদ আ্যপসের মাধ্যমে এক জার্মান প্রবাসীর ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জার্মান প্রবাসী মো. সাইফুল্লাহর (২৬) হাতে ল্যাপটপ তুলে দেয় কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, জার্মান প্রবাসী সাইফুল্লাহ এক মাসের ছুটিতে গত ৩০ সেপ্টেম্বর দেশে আসেন। রোগী দেখতে গত ১২ অক্টোবর অটোরিকশা নিয়ে তিনি পশ্চিম মাদারবাড়ি থেকে পাঁচলাইশ থানাধীন শেভরন যাচ্ছিলেন। এনায়েত বাজার শাহী জামে মসজিদের সামনে পৌঁছলে তিনি পানির বোতল নিতে অটোরিকশা থেকে নামেন। কিন্তু পানির বোতল নিয়ে এসে দেখেন অটোরিকশাটি নেই। তিনি তৎক্ষণাৎ বিষয়টি কোতোয়ালি থানায় জানান।

ওসি বলেন, প্রবাসী সাইফুল্লাহর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলসহ আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অটোরকশাটি শনাক্ত করা হয়। এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ল্যাপটপ উদ্ধার করা হয়।

আরএন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!