তরুণীর সঙ্গে ছিল ৩ যুবক, পাওয়া গেল ২৮ মোবাইল—৪ ল্যাপটপ

নগরের চান্দঁগাও থানা এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি চোরাই মোবাইল, ৪টি ল্যাপটপসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ

সোমবার (৪ এপ্রিল) রাতে বহদ্দারহাট সিটি করপোরেশন মার্কেট এলাকা থেকে তাদের আটক করে চান্দঁগাও থানা পুলিশ।

আটকরা হলেন— নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার মো. মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২০), ফেনী জেলার সোনাগাজী লক্ষ্মীপুর এলাকার মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান (২৮), বরিশাল জেলার কাউনিয়া থানার মৃত সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান (৩০) ও মো. রিপন (২৭)।

আরও পড়ুন: ‘সিএমপির রদবদল’—ডিবির মঈনুর চান্দগাঁওয়ে, মোস্তাফিজুর পাহাড়তলীতে ও কবিরুল ইপিজেডে

চান্দঁগাও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মোনাফ আলোকিত চট্টগ্রামকে জানান, রাতে চান্দঁগাও থানার বহদ্দারহাট সিটি করপোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২৮টি মোবাইল সেট ও ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!