চট্টগ্রামে আতঙ্ক ছড়াতে রাস্তায় টায়ার পুড়ল বিএনপি, পুলিশ—বিজিবিকে মারল ইট

চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিজিবি ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা ভোটাররা ভোট দিতে বাধা দিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : চট্টগ্রামে সাতসকালে পুরুষদের হারিয়ে দিলেন নারীরা

জানা যায়, মৌলভী পুকুর পাড় এলাকার একটি গলি থেকে বের হয়ে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালায় । এসময় পুলিশ ও বিজিবি সদস্যরা আসলে মহিলারা তাদের বাঁধা সৃষ্টি করে। পরে মহিলাদের বাঁধার মুখে পিছু হটে বিজিবি ও পুলিশ সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার এক ভোটার বলেন, মৌলভী পুকুর পাড় এলাকায় ভোট শুরুর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা এসে ভোট দিতে বাধা প্রদান করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা এলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর রাস্তায় টায়ার জ্বালানো হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার তদন্ত পরিদর্শক মো. সবেদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, ভোট শুরুর কিছুক্ষণ পর কিছু লোক কেন্দ্রের আশেপাশে গণ্ডগোল সৃষ্টি এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে এখন পরিস্থিতি শান্ত।

আরএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!