চট্টগ্রামে সাতসকালে পুরুষদের হারিয়ে দিলেন নারীরা

চট্টগ্রামে ভোটের যুদ্ধে সাতসকালেই জয়ী হয়েছেন নারীরা। পুরুষ ভোটরের লাইন ফাঁকা থাকলেও ভিড় ছিল নারীর লাইনে। মূলত ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতেই নারীরা সকাল সকাল ভোট দিতে এসেছেন বলে জানান।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরের বন্দর ও পতেঙ্গা এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এ চিত্র।

আরও পড়ুন : চট্টগ্রাম নগরে ভোটের হিসাব পাল্টে দিতে পারে স্বতন্ত্র প্রার্থীরা

দক্ষিণ পতেঙ্গা ফুলছড়ি পাড়া হাফেজ মোবারক আলী শাহ সরকারী বিদ্যালয়ে দেখা গেছে, পুরুষের লাইনে ভোটার কম থাকলেও নারীর লাইনে ভিড়।

ভোট দিতে লাইনে দাঁড়ানো কয়েকজন নারী জানান, ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতেই তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

সকাল সাড়ে ৯টায় দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে মহিলা ভোটার উপস্থিতি দেখা গেছে। তখন পর্যন্ত কেন্দ্রটিতে প্রায় ৩০০ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ৮০০ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!