চট্টগ্রামের হেমসেন লেইনে দিনদুপুরে সোনা—ল্যাপটপ চুরির নেপথ্যে ৩ যুবক

নগরে চুরি যাওয়া স্বর্ণের চুরি ও দুটি ল্যাপটপ এবং চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে খাতুনগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. শাফায়েত হোসেন ওরফে রিফাত (২৫), মো. রাশেদ (২১) ও মো. রাসেল (২১)। এদের মধ্যে শাফায়েতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরও ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন : ইপিজেডে রাতের আঁধারে কার্গো ট্রাক চুরির নেপথ্যে ৪ যুবক

পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর দুপুরে কোতোয়ালী থানার হেমসেন লেইন মোমিন রোডের ডা. সিরাজুল ইসলামের বিল্ডিংয়ের তৃতীয় তলার ভাড়াটিয়া তানভীর ইসলামের বাসা থেকে দুই ভরি ওজনের একজোড়া স্বর্ণের চুরি, দুটি ল্যাপটপ ও নগদ ১৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগী তানভীর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার পর সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইয়ের পর শাফায়েত হোসেন ওরফে রিফাতকে খাতুনগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে জুবিলী রোডের শাহ আমানত মার্কেটের জিনিয়াস টেলিকম নামের একটি দোকান থেকে চুরির মালামালসহ বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, হেমসেন লেইনের একটি বাসা থেকে চুরি হওয়া মালামালসহ চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!