চকরিয়ায় হাতঘড়ির ক্যাম্পে আগুন, যুবক গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনের চকরিয়ার বিএমচরে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মু. ইবরাহিমের নির্বাচনী ক্যাম্প পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) রাতে কল্যাণ পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬-১৭ জনকে আসামি করে মামলাটি করেন।

আরও পড়ুন : চকরিয়ায় পুড়ল নির্বাচনী ক্যাম্প, রশি দিয়ে বাঁধা রক্তাক্ত পাহারাদার

গ্রেপ্তার আসামির নাম গিয়াস উদ্দিন (৪৫)। তিনি এজাহারনামীয় ৩ নম্বর আসামি। তিনি বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বহাদ্দরকাটার নুরুল কবিরের ছেলে।

মামলায় এজাহার নামীয় নয়জনের মধ্যে প্রধান আসামি একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলম।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার ভোরে হাতঘড়ির নির্বাচনী ক্যাম্পে আগুন লাগানোর অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!