ঘুম চোখে গাড়ি চালিয়ে ২ জন লাশ, রক্তাক্ত ৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)।

মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে চালকসহ দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে।

তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া প্রাইভেটকার চালক মাহবুব ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে চালক ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!