সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি।

আরও পড়ুন: এমএম ট্রেডিংয়ের ৪ মালিকদের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ জুলাই নগরের উত্তর পতেঙ্গায় অবস্থিত ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেডে অভিযান চালায় বিএসটিআই। এ সময় প্রতিষ্ঠানে উৎপাদিত সার্টিফাইড সয়াবিন তেল ও সার্টিফাইড পাম অয়েলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে সরকার নির্ধারিত প্যারামিটারে ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি। এ অভিযোগে বিএসটিআই উপপরিচালক শওকত ওসমান বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে বিএসটিআই’র প্যানেল আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সয়াবিন তেল বাজারজাত না করে ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেড বিএসটিআই ও ভোজ্যতেল ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন লঙ্ঘন করেছেন। তাই প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক ফজলুর রহমানের বিরুদ্ধে মামলটি করা হয়েছিল। সেই মামলায় আজ (বৃহস্পতিবার) দুপুরে শুনানি শেষে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!