এমএম ট্রেডিংয়ের ৪ মালিকদের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

নগরের সদরঘাটের মেসার্স এমএম ট্রেডিংয়ের চার মালিককে ফের ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

বুধবার (১৩ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালত মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত বুধবার (৬ জুলাই) একই প্রতিষ্ঠানের চার মালিকের বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংক জুবলী রোড শাখার ২৮ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকা ঋণখেলাপী মামলায় ৫ মাসের দেওয়ানি আটকের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: প্রবাসী নারীর ৩২ ভরি স্বর্ণ ছিনতাই, ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর—গ্রেপ্তারি পরোয়ানা

তাঁরা হলেন- এমএম ট্রেডিংয়ের মালিক মো. আসলাম, মো. ইব্রাহীম, মো. মোক্তার ও মো. আসিফ। তাঁরা হালিশহর ঈদগাঁ বরফকল এলাকার মরহুম ওসমান গণি সওদাগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

এ বিষয়ে মো. রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের সদরঘাট এলাকার মেসার্স এমএম ট্রেডিংয়ের চার মালিক প্রতিষ্ঠানের নামে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১১ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৯৫১ টাকা ঋণ নেন। সুদসহ বর্তমানে ২০ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৮৭৬ টাকায় দাঁড়িয়েছে। নির্দিষ্ট মেয়াদে শেষে পাওনা টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে তাঁদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশের আবেদন করেন। আদালত শুনানি শেষে চারজনের ৫ মাসের দেওয়ানি আটকের আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেপ্তারি পরোয়ানা।

আরএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!