গাঁজার ভাগ নিয়ে মারামারি চট্টগ্রাম আদালত ভবনেই!

চট্টগ্রাম আদালত ভবনে মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নূর বেগম (৩২) নামে এক নারী রক্তাক্ত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নতুন আদালত ভবন থেকে নামার পথে এ ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন থানার জব্দ করা মাদক ধ্বংস করা হচ্ছিল।

আহত নুর বেগম নতুন আদালত ভবনের নিচতলার একটি ঘরে বসবাস করেন।

আরও পড়ুন: স্পট/কাজীর দেউরি—দিনে জুয়া, সন্ধ্যা নামলেই গাঁজার আসর, পুলিশের হানায় আটক ৪

ঘটনার প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালত ভবনের নিচতলায় আগুনে পোড়ানো হচ্ছিল গাঁজা। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর আগুন নিভিয়ে গাঁজা নিতে বেশ কয়েকজন উপস্থিত হয়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। সেখানে নূর বেগম রক্তাক্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর বেগম তার বোন জোৎস্না বেগম ও বোনের জামাই লিটন মিলে মাদকের কারবার পরিচালনা করেন। মাদকের ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে প্রায়সময় মারামারি বাধে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। এছাড়া থানায় কেউ অভিযোগও করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!