গাঁজার ‘নিরাপদ’ বাণিজ্য—পাচারে ৩ যুবকের বড় কৌশল নিজের গাড়ি

৬০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ফেনী থেকে তাদের আটক করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইকং মুলাপাড়া গ্রামের হাসন আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৪), একই গ্রামের নূরুল আলমের ছেলে মো. খায়রুল আমিন (২২) ও কক্সবাজার সদর থানার কলাতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলো মো. ভুট্টো (১৮)।

র‌্যাব জানায়, কুমিল্লা থেকে একটি পিকআপ গাঁজা নিয়ে চট্টগ্রামে আসছিল। খবর পেয়ে ফেনী এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সন্দেহজনক একটি পিকআপকে থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন থেকে ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!