খোয়া যাওয়া ৩১ মুঠোফোন ফিরিয়ে দিল পুলিশ

বিভিন্ন সময় চুরি কিংবা হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধারের পর ফিরিয়ে দিয়েছে হালিশহর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হালিশহর থানায় প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয়। এসময় হারানো ফোন ফিরে পাওয়া অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন : নগরে ত্রিপুরা যুবকের হারানো মুঠোফোন ফিরিয়ে দিলেন ট্রাফিক সার্জেন্ট

হারানো ফোন ফিরে পেয়ে নাছিমা আক্তার বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর হালিশহর থানায় জিডি করি গত নম্ভেম্বরে। গত পরশু থানা থেকে ফোন করে জানানো হয়, আমার উদ্ধার করা হয়েছে। আজ সেই হারানো ফোন হাতে পেয়ে খুবই খুশি লাগছে। পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বেড়ে গেল। কৃতজ্ঞতা জানাই হালিশহর থানা পুলিশকে।

যোগাযোগ করা হলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করা সহজ কাজ নয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, এর আগে ও বেশকিছু হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মূল মালিকের কাছে হস্তান্তর করেছি।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!