সিসিটিভি ফুটেজে শনাক্ত, ধরা খেল রইশ্যা ডাকাত

সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত চক্রকে শনাক্ত করেছে বাঁশখালী থানা পুলিশ। দেশি এলজিসহ গ্রেপ্তার করেছে চক্রের প্রধান রশিদ আহমদ ওরফে রইশ্যা ডাকাতকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের সাতঘরপাড়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রইশ্যা ডাকাত উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত একারাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: চায়ের দোকানের সামনে যুবককে দা দিয়ে কুপিয়ে খুন করেছিল কালু ডাকাত

জানা যায়, গত বছরের ৩ নভেম্বর উপজেলার শেখেরখীল ইউনিয়নের এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয় রইশ্যার নেতৃত্বে একদল ডাকাত। সেই বাডির সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ডাকাতচক্রের তিনজনকে শনাক্ত করে। এর মধ্যে চক্রের মূল হোতা অস্ত্রধারী রশিদ আহমদ সরলে অবস্থানের খবর পেয়ে ওসি কামাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন পিপিএম আলোকিত চট্টগ্রামকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাত দলকে শনাক্ত করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদ আহমদ ওরফে রইশ্যা ডাকাতকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে একটি দেশি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে থানা পুলিশের অভিযান চলছে।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!