‘খাদ্যসংকট’ ৩৩৩ নম্বরে ফোন, ঘরে ঘরে খাবার নিয়ে যাচ্ছেন ইউএনও

করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। ঘরে হয়ত প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও নেই। এমন সব পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানালেই পৌঁছে দেওয়া হবে খাবার, এমনটাই বলছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, ৩৩৩ নম্বরে ফোন পেলে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সাধারণ মানুষ যাতে এই সেবা সম্পর্কে জানতে পারেন সে লক্ষ্যে নাইক্ষ্যংছড়ির পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা চালাতে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।প্রসঙ্গত, গত শনিবার (৩১ জুলাই) উপজেলার সদর ইউপির ১নং ওয়ার্ডের আব্দুর রহমান ৩৩৩ নম্বরে ফোন করে নিজের প্রয়োজনের কথা জানান। খবর পেয়ে সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমনকে সঙ্গে নিয়ে ইউএনও সালমা ফেরদৌস আর্থিকভাবে অস্বচ্ছল এ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইউনুছ/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!