কোস্টগার্ড দেখে পালাল মদ—বিয়ার ফেলে!

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় প্রায় ৪৮০ ক্যান বিয়ার ও ১১৬ বোতল মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আরও পড়ুন : কোস্টগার্ড দেখে দৌড়ে পালাল ২ যুবক, প্যারাবনের ঝোঁপে মিলল মাদকের চালান

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সাগরে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে সাবরংয়ের কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করলে বোটটি ঝাউবনের ঘাটে রেখে কিছু লোক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে বোটটি তল্লাশি করে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ পাওয়া যায়। এসব মাদক ও বোটটি জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!