কোস্টগার্ড দেখে দৌড়ে পালাল ২ যুবক, প্যারাবনের ঝোঁপে মিলল মাদকের চালান

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার নাফ নদী সংলগ্ন প্যারাবন থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাগরপথে অবৈধ বাণিজ্য—চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের জালে ৬

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন বলেন, আনুমানিক রাত দেড়টার দিকে কোস্টগার্ডের পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার নাফ নদী সংলগ্ন প্যারাবনে দুব্যক্তির সন্দেহজনক গতিবিধির কারণে তাদের থামার সংকেত দেয়। এসময় ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়।

জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনের ভেতর তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে থাকা সাদা রঙের একটি বস্তার ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান বিয়ার উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করছি উদ্ধার করা মাদক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। ইয়াবা ও বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!