কাল কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের দীর্ঘতম রানওয়ে সম্প্রসারণের মধ্যদিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে।

রোববার (২৯ আগস্ট) বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘চুরির হাট’ ইপিজেড টু বিমানবন্দর সড়ক, ভাগ বসান পুলিশের সোর্স 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, এই বিমানবন্দর কক্সবাজারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হতে যাওয়া এই বিমানবন্দরে সরাসরি সবধরনের আন্তর্জাতিক বিমান উঠানামা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!