করোনা : চট্টগ্রামে থামছে না আহাজারি

চট্টগ্রামে কোনোভাবেই থামছে না করোনায় আহাজারি। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন আরও এক করোনা রোগী। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে করোনায় অভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। শনাক্ত পরিস্থিতির উন্নতি হলেও প্রতিদিনই করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

শুক্রবার (২২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ২ জন নগরের এবং অন্যজন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে দুর্দান্ত দিনেও শোকের যন্ত্রণা

এদিন চট্টগ্রামের ৮ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি চট্টগ্রাম ল্যাবে ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং আরটিআরএল ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বাকি ছয় ল্যাবে নমুনা পরীক্ষায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৪৫ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯১৮ জন এবং উপজেলার ২৮ হাজার ২২১ জন। সবমিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩১৮ জন করোনা রোগী। এর মধ্যে ৭২১ জন নগরের এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!