করোনা : চট্টগ্রামে আবার বাড়ল শনাক্ত

চট্টগ্রামে করোনায় একদিনের ব্যবধানে আবার বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের ৩৩২ জন নগর ও ১৯৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১২.৮৪ শতাংশ।

আগের দিন শনাক্ত হয়েছিল ৩৬১ জন। শনাক্তের হার ছিল ১১.৬৮ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে সুনামি গতির করোনা হঠাৎ দুর্বল

সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩ ল্যাবে ৪ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫২ নমুনায় ৩২ জন, শেভরনে ৬১৮ নমুনায় ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২১ নমুনায় ১৩১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৫২ নমুনায় ৬৩ জন, বিআইটিআইডিতে ৪৪৯ নমুনায় ৯৭ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৪৩ নমুনায় ২২ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১৫ নমুনায় ২৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২২৬ নমুনায় ৭ জন, এন্টিজেন টেস্টে ২০৪ নমুনায় ১৮ জন, ইপিক হেলথ কেয়ারে ১৪৯ নমুনায় ৪০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮১ নমুনায় ৭ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৭৭ নমুনায় ৯ জন এবং আরটিআরএলে ৩৮ নমুনায় ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং ল্যাবএইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে বাড়ল শনাক্তের হার

উপজেলার মধ্যে বোয়ালখালী ৩৪ জন, মিরসরাই ২৩ জন, লোহাগাড়া ২১ জন, হাটহাজারী ১৭ জন, রাউজান ১৬ জন, সাতকানিয়া ১৬ জন, পটিয়া ১৫ জন, বাঁশখালী ১১ জন, ফটিকছড়ি ১০ জন, আনোয়ারা ৯ জন, চন্দনাইশ ৮ জন, সীতাকুণ্ড ৭ জন, সন্দ্বীপ ৬ জন এবং রাঙ্গুনিয়ায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৮৯ হাজার ৯৯২ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৫৮৪ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২৩ হাজার ৫৫৭ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৯। যার ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!