করোনা : চট্টগ্রামে বাড়ল শনাক্তের হার

চট্টগ্রামে করোনায় একদিনের ব্যবধানে বেড়েছে শনাক্ত। বেড়েছে শনাক্তের হারও। তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭৪ জন। শনাক্তের হার ২০.১৩ শতাংশ। আক্রান্তের ৪০৩ জন নগর এবং ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন শনাক্ত হয়েছিল ৫৩৯ জন। শনাক্তের হার ছিল ১৬.৮৯ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : ছুটির দিনে দারুণ খবর

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯ ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৬৩৪ নমুনায় ১৬১ জন, শেভরনে ৫৬২ নমুনায় ১৩৯ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৫৫ নমুনায় ৬৯ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৩ নমুনায় ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৬৩ নমুনায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০৪ নমুনায় ৫৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৯১ নমুনায় ৬২ জন, ইপিক হেলথ কেয়ারে ১৪৯ নমুনায় ৩৬ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২০ নমুনায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ, আরটিআরএল, এন্টিজেন টেস্ট, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাবএইড, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : সেবাপক্ষে বিশাল ছাড় দিচ্ছে করোনাকালের বন্ধু পার্কভিউ

উপজেলার মধ্যে ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ১৬ জন, মিরসরাই ১৩ জন, সাতকানিয়ায় ১১ জন, রাউজান ১১ জন, বোয়ালখালী ১১ জন, রাঙ্গুনিয়া ১০ জন, সীতাকুণ্ড ৯ জন, চন্দনাইশ ৯ জন, লোহাগাড়া ৯ জন, আনোয়ারা ৭ জন, বাঁশখালী ৭ জন, পটিয়া ৬ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৮৯ হাজার ৩৭৮ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৩০৭ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৯। যার ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!