করোনায় ‘ড্যামকেয়ার’— সেই গ্রামেই এখন মৃত্যুমিছিল

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় করোনা রোগীর মৃত্যুসংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে নগরের প্রায় দ্বিগুণ করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে গ্রামে।

বিশেষজ্ঞরা শুরু থেকেই গ্রামের মানুষের মধ্যে মাস্ক-স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহার কথা বলে আসছিলেন। সরেজমিন চট্টগ্রামের গ্রামীণ এলাকা ঘুরেও দেখা মিলেছে সে চিত্র। হাট-বাজার থেকে জনসমাগমের স্থান, সবখানেই মাস্ক ছাড়া ঘুরছেন গ্রামের অধিকাংশ মানুষ।

সেই গ্রামেই এখন বাড়ছে করোনা রোগীর মৃত্যুসংখ্যা। গত আট দিনে নগরে যেখানে মৃত্যু হয়েছে ২৭ জন করোনা রোগীর, সেখানে বিভিন্ন উপজেলায় ৫১ জন করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

আরও পড়ুন: ‘বিপদসংকেত’— চট্টগ্রামে করোনা শনাক্ত-মৃত্যুতে ‘হঠাৎ’ বড় লাফ

রোববার (১১ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪ করোনা রোগীর মৃত্যুর খবর মেলে। এরমধ্যে ৭ জন নগরের এবং ৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (১২ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯ করোনা রোগীর মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়। এরমধ্যে ৩ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৩ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০ করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এরমধ্যে ৪ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (১৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও ১০ করোনা রোগী। এরমধ্যে ৪ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০ করোনা রোগীর মৃত্যুর খবর মেলে। এরমধ্যে ৩ জন নগরের এবং ৭ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার (১৬ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয় ৯ করোনা রোগীর। এরমধ্যে ১ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (১৭ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন ৫ জন করোনা রোগী। এরমধ্যে ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।

সর্বশেষ রোববার (১৮ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১ জন করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এরমধ্যে ২ জন নগরের এবং ৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩৫ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭০ হাজার ৯০২ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!