‘বিপদসংকেত’— চট্টগ্রামে করোনা শনাক্ত-মৃত্যুতে ‘হঠাৎ’ বড় লাফ

চট্টগ্রামে করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। একদিনের ব্যবধানে ২৪ ঘণ্টায় মৃত্যুসংখ্যা বেড়েছে দ্বিগুণ। একইসময়ে শনাক্তের সংখ্যা বেড়েছে দেড়গুণ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৮৬২ নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩৯ জন নগরের এবং ৩০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১১ জন করোনা রোগী। এরমধ্যে ২ জন নগরের এবং ৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮৩৫ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭০ হাজার ৯০২ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। শনিবার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬০০ জনের করোনা শনাক্ত ও ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন: টিকা নিয়েও ‘করোনা’, কোভিড-১৯ প্রোগ্রামের প্রকল্প পরিচালক এখন আইসিইউতে

সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৭১৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৬০ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৭০ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ৫৬ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯৮ নমুনা পরীক্ষায় ৮৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষায় ১ জন, এন্টিজেন টেস্টে ৮৪৮ নমুনা পরীক্ষায় ২৫৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২ নমুনা পরীক্ষায় ৮২ জন, শেভরনে ২৪১ নমুনা পরীক্ষায় ৭৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ নমুনা পরীক্ষায় ৩৫ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪১ নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টারে ১২ নমুনা পরীক্ষায় ৭ জন এবং এপিক হেলথ কেয়ারে ১৩৫ নমুনা পরীক্ষায় ৭৯ জন করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ৮ জন, বাঁশখালীর ১৮ জন, আনোয়ারার ৩ জন, চন্দনাইশের ২৬ জন, পটিয়ার ৪৫ জন, বোয়ালখালীর ৪০ জন, রাঙ্গুনিয়ার ১৮ জন, রাউজানের ৪২ জন, ফটিকছড়ির ২৭ জন, হাটহাজারীর ২৮ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ১৩ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৩ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!