গাছের ডালে ঝুলছিল ঋণে জর্জরিত যুবকের লাশ

সীতাকুণ্ডে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. হাসান (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি : নাবিকের লাশ উদ্ধার, রইল বাকি ৩

জানা গেছে, নিহত হাসানের দুটি শিশু সন্তান রয়েছে। তিনি পৌরসভার মহাদেবপুর গ্রাম থেকে বিয়ে করেন। মৃত্যুর আগের দিন তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান।

স্থানীয়রা জানান, মো. হাসান একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। আজ (মঙ্গলবার) ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হন । পরে সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: কক্সবাজার বেড়াতে গিয়ে লাশ ৫ পর্যটক

স্থানীয়দের ধারণা, যুবক হাসান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ভ্যানে করে দোকানে দোকানে পণ্য বিক্রি করতেন। একপর্যায়ে তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা জানতে পেরেছি ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসান ঋণগ্রস্ত ছিলেন। তবে কেউ ঋণ পরিশোধ করার জন্য চাপ দিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!