বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি : নাবিকের লাশ উদ্ধার, রইল বাকি ৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ চার নাবিকের মধ্যে মো. হানিফ শেখ (২৫) নামের আরও এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি—নিখোঁজ নাবিকদের খোঁজ মিলছে না

হানিফ শেখ ফরিদুরের আলফাডাঙা থানার হান্নান শেখের ছেলে। ডুবে যাওয়া লাইটারে তিনি লস্কর পদে চাকরি করতেন।

এ বিষয়ে চট্টগ্রাম নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ জানান, সাগর উপকূলে একটি মরদেহ ভাসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করি। পরে নিহতের স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করে।

এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ নাবিক নিয়ে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। ১৩ নাবিকের মধ্যে এ নিয়ে ১০ জনকে উদ্ধার করা হলো।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের ধাক্কায় লাশ চট্টগ্রাম বন্দরের কর্মচারী

এদিকে জাহাজের নিখোঁজ নাবিকদের খোঁজে কোস্টগার্ডের জাহাজ ‘কুতুবদিয়া’ এখনও অভিযান চালাচ্ছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তারা ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!